রংপুর

অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন রংপুর মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা

রংপুর, ২৫ ডিসেম্বর- তুচ্ছ ঘটনার জেরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন রংপুর মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা।

একদিকে করোনা অন্যদিকে শীতজনিত রোগের প্রাদুর্ভাব, এসময় এ ধরণের ধর্মঘট দুর্ভোগ বাড়িয়েছে রোগীদের।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে চতুর্থ শ্রেণির এক কর্মচারীর সঙ্গে ইন্টার্ন চিকিৎসককে কথা কাটাকাটি হয়। এরই জেরে ধর্মঘটের ডাক দেন চিকিৎসকরা।

হাসপাতালে আসা রোগীর স্বজনরা জানান, কোন ঘোষণা ছাড়াই ইন্টার্নরা ধর্মঘট শুরু করায় বিপাকে পড়েছেন তারা। শীতজনিত নানা রোগ নিয়ে উত্তরাঞ্চলের বহু মানুষ এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। ধর্মঘটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

আরও পড়ুন : স্বেচ্ছাসেবক লীগ নেতার মারধরের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বাবা-মা

তবে ধর্মঘটের বিষয়ে ইন্টার্ন চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ২৫ ডিসেম্বর

Back to top button