পাকিস্তানে জঙ্গি হামলা, ৬ সেনা নিহত
ইসলামবাদ, ২২ আগস্ট – আফগানিস্তানের সীমান্ত ঘেঁষা পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় জঙ্গিদের সাথে গোলাগুলিতে অন্তত ছয় পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ ‘ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স’ (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে। সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আইএসপিআর জানিয়েছে, দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার আসমান মানজা এলাকায় সেনাবাহিনী ও জঙ্গীদের মধ্যে গুলি বিনিময় হয়েছিল।
পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম বিভাগ বলেছে, দেশটির সেনাবাহিনী কার্যকরভাবে উগ্রবাদীদের অবস্থানে হামলা করেছিল। এ হামলায় চার উগ্রবাদী নিহত এবং আরও দুই সন্ত্রাসী আহত হয়েছিল। এ সময় তীব্র গুলি বিনিময়ের ফলে ছয় সেনা নিহত হয়েছেন। নিহত সেনারা বীরত্বের সঙ্গে লড়াই করেছেন বলেও তারা জানান।
পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই এলাকায় উগ্রবাদীদের নির্মূল করার জন্য চিরুনি অভিযান চলছে।
আইএসপিআর বলেছে যে পাকিস্তানি সশস্ত্র বাহিনী উগ্রবাদের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ। তারা আরও বলেছে, আমাদের সাহসী সৈন্যদের এই ধরনের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করেছে।
গত বছরের নভেম্বরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন টিটিপি দেশটির সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার পর পাখতুনখাওয়া এবং বেলুচিস্তানে উগ্রবাদী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। এ কারণে দেশটির সেনাবাহিনী ওই অঞ্চলে অভিযান চালাচ্ছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২২ আগস্ট ২০২৩