পাকিস্তানের পাহাড়ে ক্যাবল কারে ৬ শিশুসহ আটকে আছে ৮ জন
ইসলামবাদ, ২২ আগস্ট – পাকিস্তানের খাইবার পাখতুন খাওয়ার বাটারগ্রাম এলাকার ক্যাবল কারের মধ্যে আটকা পড়েছে ৮ জন যাত্রী। তাদের মধ্যে ছয় জনই শিশু বলে জানিয়েছেন কর্মকর্তারা। নয় ঘণ্টার বেশী সময় ধরে আটকে থাকা শিশুদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। পাকিস্তানী সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে দুটি তার ছিঁড়ে যাওয়ার পরে যাত্রার মাঝপথে ১২০০ ফুট (প্রায় ৩৬৫ মিটার) উচ্চতায় ক্যাবল কারটি আটকে যায়। শিশুরা স্কুলে যাওয়ার জন্য উপত্যকা অতিক্রম করতে ওই ক্যাবল কারে উঠেছিল।
সহকারী কমিশনার জাওয়াদ হুসেন জানান, ইতিমধ্যে পাকিস্তান সেনাবাহিনী এবং বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার ঘটনাস্থলে রয়েছে। আর অভিযান পরিচালনা করছে সশস্ত্র বাহিনীর বিশেষ ইউনিট।
এ ছাড়া সম্প্রচার মাধ্যমের ভিডিওতে দেখা যায় একটি হেলিকপ্টার ক্যাবল কারের উপরে অবস্থান করছিল এবং অন্যটি ব্যাকআপ হিসাবে দূরত্বে ছিল। একজন কমান্ডো হেলিকপ্টার থেকে ক্যাবল কারের দিকে নেমে উদ্ধার করার চেষ্টা করছেন।
জাওয়াদ হুসেন আরও জানান, হেলিকপ্টারের মাধ্যমে যাত্রীদের উদ্ধার করতে ব্যর্থ হলে অন্য একটি রেসকিউ টিম মাটি থেকে চেষ্টা চালাবে। রেসকিউ টিম ক্যাবল কারের নিচে জাল ছড়িয়ে উদ্ধারের চেষ্টা করছে।
এদিকে জিও নিউজের সাথে কথা বলার সময়, ক্যাবল কারে আটকে থাকা যাত্রীদের মধ্যে একজন গুলফরাজ জানিয়েছেন যে, অচেতন অবস্থায় দু’জন শিক্ষার্থী পিছলে পড়ে গিয়েছে।
দুর্ঘটনাস্থল আল্লাই তহসিল এলাকায় কোন রাস্তা বা সেতু না থাকায় স্থানীয়রা নদী পার হয়ে যাতায়াতের জন্য ক্যাবল কারটি ব্যবহার করে থাকে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২২ আইএ ২০২৩