দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে আওয়ামী লীগ সফল
ঢাকা, ২২ আগস্ট – বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে আওয়ামী লীগ সফল হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাজার প্রতিবাদে মঙ্গলবার (২২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছে আদালত, বিচারব্যবস্থা। বিচারকের কাছে যখন বিচার চাইতে যায় সেখানে যখন অবিচার চলতে থাকে তখনতো আর মানুষের কোথাও যাওয়ার জায়গা থাকে না। সেজন্যেই আমি বলতে চাই, আওয়ামী লীগের সবচেয়ে সফলতা কোথায় জানেন? এ রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে সবচেয়ে সফল হয়েছে তারা। দেশটি এখন ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।
তিনি বলেন, আজ তারা বিচারব্যবস্থা ভেঙে দিয়েছে, পার্লামেন্টারি ব্যবস্থা বদলে দিয়েছে, প্রশাসন ভেঙে দিয়েছে, আইনশৃঙ্খলা ব্যবস্থা দলীয়করণ করে দিয়েছে। আর সংবাদমাধ্যমগুলোকে কবজা করে ধরেছে। যার ফলশ্রুতিতে আজ মাহমুদুর রহমান, শফিক রেহমান দেশের বাইরে রয়েছেন। আমাদের অসংখ্য সাংবাদিক এখন বেকার হয়ে আছেন, তাদের চাকরি নেই।
ফখরুল বলেন, বর্তমান সরকার বৈধ কথা, ন্যায়ের কথা সহ্য করতে পারে না। যা ফ্যাসিস্টের লক্ষণ। খালেদা জিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছে, রায় ঘোষণা করা হয়েছে এবং এর মাধ্যমে তাকে এক ধরনের নির্বাসিত করে রাখা হয়েছে। আমাদের কর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন করা হয়েছে। এ সরকার ভয়ভীতি দেখিয়েই টিকে থাকে, এটাই তাদের অস্তিত্বের চাবিকাঠি।
তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তারা এখন রাজনীতির কথা বলেন। কী দরকার এসব বলার? বলতে চাইলে উর্দি খুলে ফেলুন। কারণ আপনারা জনগণের ট্যাক্সের টাকায় চলেন। সুতরাং জনগণ তা মেনে নেবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে পেশাজীবীদের আন্দোলন আমাদের অনুপ্রাণিত করে। এ আন্দোলন চলমান থাকুক।
বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন বিএসপিপির সদস্য সচিব কাদের গণি চৌধুরী। আয়োজক সংগঠনের আহ্বায়ক এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী, বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে একাংশের সভাপতি শহীদুল ইসলাম, সাঈদ খান প্রমুখ।
সামাবেশ শেষে পেশাজীবী পরিষদের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে হাইকোর্ট চত্বর ঘুরে পুনরায় প্রেস ক্লাবে এসে শেষ হয়।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ২২ আগস্ট ২০২৩