রওশনের জাপা চেয়ারম্যান হওয়া নিয়ে যা বললেন মহাসচিব
ঢাকা, ২২ আগস্ট – জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ নিজেকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন। কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার দাবি করে গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে সরিয়ে নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করেন তিনি। তবে বিষয়টিকে ‘হাস্যকর’ হিসেবে আখ্যায়িত করেছেন জি এম কাদের। এবার এ ইস্যুতে মুখ খুললেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু।
আজ মঙ্গলবার এক ভিডিওবার্তায় জাপা মহাসচিব বলেন, ‘বিভিন্ন মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একটা নিউজ প্রকাশিত হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে- আসলে এইটা একটা ফেইক নিউজ। প্রথমত হলো এই নিউজটা যারা দিয়েছেন, দেওয়ার পেছনে যাদের নাম ব্যবহার করা হয়েছে জাতীয় পার্টির কিছু কো-চেয়ারম্যান, তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা এই ধরনের কোনো সিদ্ধান্ত বা এই ধরনের কোনো সিদ্ধান্তের সহযোগিতা করেন নাই এবং কোনো সাইন দেননি, দেওয়ার প্রশ্নই আসে না।’
মুজিবুল হক চুন্নু বলেন, ‘আর দুই নম্বর হলো যে, জাতীয় পার্টির একটি গঠনতন্ত্র আছে। গঠনতন্ত্র অনুযায়ী, যে কেউ ইচ্ছা করলেই চেয়ারম্যান হতে পারবেন না বা ইচ্ছা করলেই যে কাউকে অব্যাহতি দেওয়া যাবে না। একটা নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে পড়তে হবে। কাজেই জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে।’
তিনি বলেন, ‘আমার মনে হয় কিছু ব্যক্তি, যারা নাকি দল থেকে বহিষ্কৃত, তারা ম্যাডামের (রওশন এরশাদ) নামটা ব্যবহার করে এরকম একটা ফেইক নিউজ দিয়েছে। আসলে এইটা আমি সারা দেশের জাতীয় পার্টির নেতাকর্মীদের অনুরোধ করব এবং সাধারণ মানুষকে বলব যে এই ধরনের কোনো ঘটনা জাতীয় পার্টিতে ঘটে নাই বা কোনো সুযোগ নাই। ম্যাডাম আমাদের দলের প্রধান পৃষ্ঠপোষক।’
সূত্র: আমাদের সময়
আইএ/ ২২ আগস্ট ২০২৩