আওয়ামী লীগ নেতা খুন: আত্মগোপনে থাকা যুবক গ্রেপ্তার
কক্সবাজার, ২২ আগস্ট – কক্সবাজার শহরের হলিডে মোড়ের সানমুন আবাসিক হোটেলে আওয়ামী লীগ নেতা সাইফ উদ্দিন খুনের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ আগস্ট) হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২১ আগস্ট) রাত ১১টার দিকে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে চেকপোস্টে পালকি নামের একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আশরাফুল ইসলাম (২০) কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার বাসিন্দা। তিনি পুরাতন রোহিঙ্গা বলে দাবি করছে স্থানীয়রা।
নিহত সাইফুদ্দিন (৩০) শহরের ঘোনার পাড়া এলাকার বাসিন্দা। তিনি কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ছিলেন।
ইনচার্জ রুকনুজ্জামান জানান, আওয়ামী লীগ নেতা সাইফ হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেন। ইতোমধ্যে কক্সবাজার সদর মডেল থানার একটি টিমের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে, সেটা জানা যায়নি।
উল্লেখ্য, রোববার (২০ আগস্ট) রাতে আওয়ামী লীগ নেতা সাইফউদ্দিন হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। পরে সোমবার (২১ আগস্ট) তার কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। এ সময় কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে হাত-পা বাঁধা অবস্থায় আওয়ামী লীগ নেতার মরদেহ দেখতে পান তারা। পরে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠান পুলিশ।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২২ আগস্ট ২০২৩