রোগীর মৃত্যুতে হাসপাতালে হামলা-ভাঙচুর, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট, ২২ আগস্ট – এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে হামলা ও ভাঙচুর চালিয়েছেন ওই রোগীর স্বজনেরা। রোগীর স্বজনদের অভিযোগ, সুচিকিৎসা না পেয়ে ওই রোগী মারা গেছেন।
সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টার পর এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ৩৫ নম্বর মেডিসিন ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। হাসপাতালের ৩৫ নম্বর ওয়ার্ডে রোগীর স্বজনদের হাতে হেনস্তা ও ভাঙচুরের অভিযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা।
ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, রোগীর স্বজনরা ওয়ার্ডে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের হেনস্তা করেন। এ সময় চিকিৎসকরা দৌড়ে পাশের ওয়ার্ডে গিয়ে আত্মরক্ষা করেন। এরপর রোগীর স্বজনরা ওয়ার্ডের ভেতরে চিকিৎসকের কক্ষ ও নার্সের কক্ষে ভাংচুর চালান।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মো. রাকিব হোসেন ও সাধারণ সম্পাদক সীমান্ত মজুমদার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, মারা যাওয়া রোগীর স্বজনরা দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসকদের ক্রমাগত হুমকি, ভীতি প্রদর্শন এবং শারীরিক হেনস্তা করার চেষ্টা করেন। এরপর হাসপাতালে ভাংচুর চালায়। এ ঘটনা প্রমাণ করে হাসপাতালে চিকিৎসকদের কোনো সুস্থ কর্মপরিবেশ নেই।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ বলেন, অপ্রীতিকর ঘটনার পর হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক ভূঞা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২২ আগস্ট ২০২৩