মধ্যপ্রাচ্য

প্রতিশোধ নিলেন হ্যাকার, বাগদাদের বিল বোর্ডে ভেসে উঠল পর্ন

বাগদাদ, ২১ আগস্ট – ইরাকের রাজধানী বাগদাদের একটি ব্যস্ত সড়কের ডিজিটাল বিল বোর্ডে বিজ্ঞাপন প্রচারের সময় হঠাৎই সেখানে ভেসে উঠল একটি পর্নো চলচ্চিত্রের দৃশ্য। এরপরই দ্রুত সেই পর্দায় বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। খবর বিবিসির

ইরাকের কর্মকর্তারা বলছেন, এক হ্যাকার এমন কাণ্ড ঘটিয়েছেন। এ ঘটনার পর রোববার বাগদাদের বিজ্ঞাপন প্রচারের জন্য নির্মিত সব বিদ্যুচ্চালিত পর্দা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ বলেছে, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্র এএফপিকে বলেছে, গত শনিবার ওই হ্যাকার কয়েক মিনিট ধরে পর্দায় একটি পর্নো চলচ্চিত্র চালিয়েছে। পরে এর বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

সূত্র: সমকাল
আইএ/ ২১ আগস্ট ২০২৩

Back to top button