জাতীয়

মির্জা ফখরুলের বাবা রাজাকার

দিনাজপুর, ২১ আগস্ট – আগামী নির্বাচন যদি কেউ ভণ্ডুল করতে চায় তবে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জিয়াউর রহমান সরাসরি বঙ্গবন্ধুর হত্যাকারী ছিলেন। খালেদা জিয়া ও তারেক রহমান শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছেন। মির্জা ফখরুলের বাবা চোখা মিয়া রাজাকার ছিলেন। তিনি এখন নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন।

তাদের মুখে সুশাসনের কথা মানায় না। আওয়ামী লীগ সরকারের সময়েই সুশাসন আছে বলেই খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় আটকাতে পেরেছি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।’
আজ সোমবার দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মির্জা ফখরুল ২০১৮ সালে নির্বাচনে নিজের এলাকায় জয়লাভ করতে পারেননি। বগুড়ায় খালেদা জিয়ার আসনে নির্বাচিত হয়ে নেতাকর্মীদের ভয়ে শপথ গ্রহণ করার সাহস করেননি। যদি আবার নেতাকর্মীরা ধরে পিটান।’

প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনাকে মোকাবেলা করার শক্তি বিএনপির নেই।

কাজেই আগুন নিয়ে খেলবেন না। ওই হাত পুড়ে যাবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জেগে উঠেছে। আমরা ২০৪১ সালে উন্নত ও মানসম্মত বাংলাদেশ দেখতে চাই। আজিজ, লতিফুর রহমান, সাঈদ, সাহাবুদ্দিনরা নির্বাচন কমিশনকে ক্ষতবিক্ষত করেছিল।

আমরা সে ধরনের নির্বাচন চাই না।’
জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতা, সহসভাপতি আব্দুল লতিফ, কামরুল হুদা হেলাল, বজলুল হক, যুগ্ম সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সহসভাপতি সাবেক এমপি আব্দুল লতিফ, কামরুল হুদা হেলাল, বজলুল হক, মীর্জা আসফাক, ১৪ দলের সমন্বয়ক জাসদ নেতা শহিদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হবিবর রহমান প্রমুখ।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ২১ আগস্ট ২০২৩

Back to top button