উত্তর আমেরিকা

করোনার নতুন ঢেউ মোকাবিলায় বুস্টার ডোজ দেওয়া হবে আমেরিকানদের

ওয়াশিংটন, ২১ আগস্ট – এবারের শরৎকালে করোনাভাইরাস সংক্রমণের নতুন তরঙ্গ মোকাবিলায় আমেরিকানদের একটি বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানানোর পরিকল্পনা করেছে বাইডেন প্রশাসন। রোববার হোয়াইট হাউজ এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ভাইরাস থেকে সংক্রমণ এবং হাসপাতালে ভর্তির বৃদ্ধির তথ্য জানিয়েছে। তবে সামগ্রিক সংক্রমণের মাত্রা কম রয়েছে।

বৃহস্পতিবার টিকা উন্নয়নকারী প্রতিষ্ঠান মডার্না জানিয়েছে, প্রাথমিক তথ্যে দেখা গেছে তাদের নতুন উন্নয়ন করা কোভিড-১৯ টিকা মানুষের মধ্যে ‘এরিস’ এবং ‘ফরন্যাক্স’ সাব-ভ্যারিয়েন্টের বিরুদ্ধ কার্যকর।

মডার্নাসহ নোভাভ্যাক্স, ফাইজার এবং বায়োএনটেক করোনার এক্সবিবি.১.৫ সাব-ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর টিকা তৈরি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের স্বাস্থ্য নিয়ন্ত্রকদের কাছ থেকে অনুমোদনের পর কোম্পানিগুলি আশা করছে আগামী সপ্তাহগুলিতে তাদের টিকা বাজারে চলে আসবে।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, ‘আমরা সব আমেরিকানকে ফ্লু এবং আরএসভি টিকাগুলি ছাড়াও এই বুস্টার ডোজ পেতে উৎসাহিত করব।’

সূত্র: রাইজিংবিডি
আইএ/ ২১ আগস্ট ২০২৩

Back to top button