দক্ষিণ এশিয়া

তোশাখানা মামলায় ইমরানের আবেদনের শুনানি বুধবার

ইসলামবাদ, ২১ আগস্ট – আগামী বুধবার (২৩ আগস্ট) তোশাখানা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। ইসলামাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এ আবেদনের শুনানি করবে উচ্চ আদালত। সোমবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ইমরানের আবেদনের শুনানি করবেন। এ সময় উমর আতা বান্দিয়াল ছাড়াও বিচারপতি সৈয়দ মাজহার আলি আকবর নাকভি ও বিচারপতি জামাল খান মান্দোখাইল উপস্থিত থাকবেন।

ইমরানের বিরুদ্ধে তোশাখানার মামলাটি করেছিল পাকিস্তান নির্বাচন কমিশন। মামলায় ইমরানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকাকালে পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়। আদালতের রায়ে বলা হয়, ইমরান ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশনে (তোশাখানা উপহারের) মিথ্যা বিবরণ দিয়েছেন।

আদালত তাকে তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি এক লাখ রুপি জরিমানাও করেন। রায়ের পর ইমরানকে সেদিনই লাহোরের জামান পার্কের বাসা থেকে পাঞ্জাব পুলিশ গ্রেপ্তার করে। এ রায়ের ফলে পাকিস্তানের সংবিধানের ৬৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী ইমরান খান ৫ বছর সরকারি যেকোনো পদের জন্য অযোগ্য বলে বিবেচিত হন।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২১ আগস্ট ২০২৩

Back to top button