রাশিয়ার চার অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা
মস্কো, ২১ আগস্ট – রাশিয়ার চারটি অঞ্চলে ড্রোন হামলা করেছে ইউক্রেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে ,রোববার ভোরে ইউক্রেন সীমান্ত অঞ্চল বেলগোরোড, কুরস্ক ও রোস্তভেও ড্রোন হামলা চালায়। এই হামলায় অন্তত পাচঁজন আহত হয়েছেন। মস্কোর দুটি বিমানবন্দর সাময়িকভাবে ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মস্কো অঞ্চলে ইউক্রেন ড্রোন হামলা করেছে। একটি জনবসতিহীন এলাকায় ড্রোন বিধ্বস্ত হয়েছে। ভনুকোভো এবং ডোমোদেডোভো বিমানবন্দরে ফ্লাইটগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
কুরস্ক অঞ্চলের গর্ভনর বলেন, ড্রোন হামলায় রেল স্টেশনে আগুন লেগে পাচঁজন আহত হয়েছেন। এদিকে রোস্তভ অঞ্চলের গর্ভনর বলেন, এ হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বেলগোরোড অঞ্চলে দুটি পৃথক ড্রোন হামলা প্রতিরোধ করা হয়েছে। স্থানীয় গভর্নর টেলিগ্রামে বলেছেন, বেলগোরোড শহরের দিকে ১২টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২১ আগস্ট ২০২৩