ফুটবল

১১ শটের টাইব্রেকার রোমাঞ্চে চ্যাম্পিয়ন মিয়ামি

ওয়াশিংটন, ২০ আগস্ট – ন্যাশভিল এসসিকে হারিয়ে লিগস কাপের শিরোপা জিতে নিল ইন্টার মিয়ামি। ফলে প্রথমবারের মতো কোনো শিরোপা জয়ের স্বাদ পেল মিয়ামি। টাইব্রেকারে ১০-৯ গোলে জিতেছে মেসি বাহিনী।

ন্যাশভিলের ঘরের মাঠের ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতায় ছিল।

ম্যাচের ২৩তম মিনিটে ন্যাশভিলের কয়েকজন খেলোয়াড়কে বোকা বানিয়ে বাঁ পায়ের দারুণ শটে গোল করেন মেসি, মিয়ামি এগিয়ে যায় ১-০ গোলে। লিড নিয়েই বিরতিতে যায় দলটি।
বিরতির পর দারুণভাবে ম্যাচে ফিরে আসে ন্যাশভিল। একের পর এক আক্রমণে গোলও আদায় করে নেয় তারা।

৫৭তম মিনিটে ফাফা ফিকাল্টের হেড ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন মিয়ামি গোলরক্ষক ক্যালেন্ডার। নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল না হওয়ায় ম্যাটি গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে দুদলই শট নেয় ১১টি করে। এর মধ্যে মিয়ামি মিস করে ১টি, আর ন্যাশভিল মিস করে ২টি।

ফলে টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে জয়ী হয় মিয়ামি। আসরে ১০ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ২০ আগস্ট ২০২৩

Back to top button