মধ্যরাতে কার্যালয়ে আব্বাস-গয়েশ্বর, ১৫ জনকে আটকের দাবি
ঢাকা, ২০ আগস্ট – রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, শনিবার সন্ধ্যা পর নেতাকর্মীদের আটক করা হয়। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। তারা কেন্দ্রীয় কার্যালয়ে বেশ কিছুক্ষণ অবস্থান করেন।
রাত পৌনে ১টার দিকে কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় মির্জা আব্বাস বলেন, ‘সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে যে বের হয়েছে, তাকেই আটক করা হয়েছে। এখনো সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কার্যালয়ের আশপাশে অবস্থান করছে।
এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গত ১৫ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নেতাকর্মীদের পেছনে লেগে রয়েছে। আজ শান্তিপূর্ণভাবে বড় একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সেখানে তো কোনো ঘটনা ঘটেনি। তাহলে কেন নেতাকর্মীদের আটক করা হচ্ছে?
আইনশৃঙ্খলা বাহিনী দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এদের কোনো কাজ তো নেই। এরা সবসময় আমাদের পেছনে লেগে থাকে। কাউকে আটক করে রাস্তায় নিয়ে ছেড়ে দিলে লাভ আছে। এখানেই তো বাণিজ্য।
এ বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম শনিবার রাত বারোটার দিকে জানান, শনিবার বিএনপির কর্মসূচি ছিল। এ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাউকে আটক বা গ্রেপ্তারের বিষয়টি তার জানা নেই ।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২০ আগস্ট ২০২৩