ইউরোপ

ব্রিটিশ মন্ত্রী ও সাংবাদিকসহ ৫৪ জনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

মস্কো, ১৯ আগস্ট – ব্রিটিশ ৫৪ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। রুশ নাগরিকদের ওপর যুক্তরাজ্যের আরোপিত নিষেধাজ্ঞার বদলা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা তাদের নিষেধাজ্ঞার তালিকা আরও বাড়াবে।

এবারের রাশিয়ার এ নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে একজন ব্রিটিশ মন্ত্রীও। এ নিষেধাজ্ঞার ফলে তারা রাশিয়াতে প্রবেশ করতে পারবে না।

এর আগেও কয়েক’শ ব্রিটিশ এমপি, ব্রিটিশ সাংবাদিক এবং প্রতিরক্ষা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবারের তালিকায় রয়েছে, যুক্তরাজ্যের সংস্কৃতিমন্ত্রী লুসি ফ্রেজার এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান, বিবিসি, দ্য ডেইলি টেলিগ্রাফ এবং গার্ডিয়ানের কয়েকজন সাংবাদিকের নামও নিষেধাজ্ঞার তালিকায় আছে।

ইউক্রেনে অস্ত্র সরবরাহের দায়ে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আনাবেল গোলডিকে এবং রাশিয়াকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে একঘরে করতে তদবির চালানোর কারণে যুক্তরাজ্যের ফ্রেজারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অপর দিকে

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলাকে কেন্দ্র করে মস্কোর ওপর নিষেধাজ্ঞা দেয় পশ্চিমা দেশগুলো। এসব নিষেধাজ্ঞার একটি ছিল রাশিয়ার কাছ থেকে হীরা, তেল এবং গ্যাস আমদানি না করার। যুক্তরাজ্যও একই সঙ্গে তখন নিষেধাজ্ঞা দিয়েছিল রাশিয়াকে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৯ আগস্ট ২০২৩

 

Back to top button