জাতীয়

বিরোধীদের কারনেই ব্যালটের সিদ্ধান্ত, তাহলে ভোট নিয়ে শঙ্কা কেন

ঢাকা, ১৯ আগস্ট – নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, বিরোধী দলগুলোর শঙ্কা থেকেই আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পরিবর্তে ব্যালট বেছে নেয়া হয়েছে। তাহলে ভোট নিয়ে শঙ্কা কেন?

শনিবার একটি বেসরকারি টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এদিকে কমিশনের রোডম্যাপ অনুসারে নভেম্বরে তফসিল আর ভোট হবে ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির শুরুতে।

ইসি আলমগীর আরও বলেন, বিভিন্ন পর্যায়ের নির্বাচনের অভিজ্ঞতায় দলীয় সরকারের অধীন নির্বাচনে কোনো চাপ দেখছে না নির্বাচন কমিশন।

এর আগে ইভিএম ও ব্যালট বিতর্কের মধ্যে সরকারি দল বরাবরই ইভিএমের পক্ষে থাকাকালীন আগামী নির্বাচনে সর্বোচ্চ দেড়শ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের কথা জানায় ইসি। তবে প্রকল্প শেষ হলেও আর বাজেট বরাদ্দ না পেয়ে বন্ধ হয় প্রকল্প।

সিদ্ধান্ত হয়, জাতীয় সংসদ নির্বাচনে আর হচ্ছে না ইভিএমের ব্যবহার। যদিও নির্বাচন কমিশনের দাবি, বরাদ্দ স্বল্পতা নয়; বরং বিরোধী দলের শঙ্কা থেকেই নেয়া হয়েছে শতভাগ ব্যালটের সিদ্ধান্ত। ইভিএম না ব্যালট-এই সমস্যার সমাধান হলেও রাজনৈতিক মাঠ যখন গরম তত্ত্বাবধায়ক ইস্যুতে, তখন এই কমিশনার জানালেন সংবিধান মেনে দলীয় সরকারের অধীন নির্বাচনে তাদের কোনো বাড়তি চাপ হবে না।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৯ আগস্ট ২০২৩

Back to top button