বিজেপি নেতার দলবদল, সঙ্গে ১২ শ গাড়ির বহর
নয়াদিল্লি, ১৯ আগস্ট – পূর্ববর্তী দুই বিধায়কের গাড়িবহরের রেকর্ড ভেঙে এবার কংগ্রেসে যোগ দিলেন বিধায়ক সমন্দর প্যাটেল। গতকাল শুক্রবার সমন্দর প্যাটেলের অনুগামীরা ১ হাজার ২০০ গাড়ি হাঁকিয়ে ভোপালে আসেন। গত তিন মাসে এই নিয়ে তিনজন বিধায়ক বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরে এলেন।
কংগ্রেসে যোগ দিয়ে এই প্রভাবশালী বিধায়ক বলেন, সিন্ধিয়ার সঙ্গে দলত্যাগ করেছিলেন ঠিকই, কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর ক্রমেই বুঝতে পারেন দলে তাঁরা বহিরাগত।
আদি বিজেপির নেতারা তাঁদের কিছুই করতে দিতেন না। কোনো অনুষ্ঠানে যোগ দিতে ডাকা হতো না। সম্মান পেতেন না। ক্ষমতাও নয়। শুধু তা–ই নয়, তাঁদের বিরুদ্ধে ভুয়া অভিযোগে বহু এফআইআরও দায়ের করা হয়েছে ।
চমক অবশ্য বিজেপি ছেড়ে কংগ্রেসে প্রত্যাবর্তনে নয়, চমক গাড়িবহরে! যে তিন বিধায়ক বিজেপি ছাড়লেন, তাঁরা সবাই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অনুগামী। ২০২০ সালে কংগ্রেসের ওই সাবেক নেতা ২২ জন বিধায়ককে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দিয়ে কংগ্রেস মুখ্যমন্ত্রী কমলনাথ সরকারের পতন ঘটিয়েছিলেন।
সমন্দর প্যাটেল রাজস্থান সীমান্তবর্তী নিমচ জেলার জাওদ কেন্দ্রের বিধায়ক। অনগ্রসর শ্রেণিভুক্ত এই নেতা ৪০০ কিলোমিটার পথ পেরিয়ে ভোপালে এসে কমলনাথের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৯ আগস্ট ২০২৩