ঢালিউড

দেশে ফিরছেন চলচ্চিত্র অভিনেতা ডিপজল

ঢাকা, ১৮ আগস্ট – চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। শুক্রবার (১৮ আগস্ট) বিকালে নিজেই জানলেন চিকিৎসা শেষে দেশে ফিরছেন এ অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বার্তায় এই অভিনেতা জানান, আলহামদুলিল্লাহ সুস্থ হইয়ে ঢাকায় ফিরতেছি, ভালো আছি আপনাদের দোয়ায়।

এর আগে, গত ৯ আগস্ট রুটিন চেকআপ জন্যই সিঙ্গাপুর গেয়েছেন তিনি। এবছরে ৩১ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে বাঁ চোখে অপারেশন হয় ডিপজলের।

প্রসঙ্গত, ডিপজলকে সবশেষ দেখা গেছে ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেন নবাগত চিত্রনায়িকা মৌ খান। ডিপজলের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেন মনতাজুর রহমান আকবর। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ডিপজল অভিনীত বেশ কিছু সিনেমা।

আইএ/ ১৮ আগস্ট ২০২৩

Back to top button