প্রশাসন আর সরকারকে রক্ষা করতে পারবে না
ঢাকা, ১৮ আগস্ট – সসম্মানে পদত্যাগ করা ছাড়া সরকারের সামনে আর কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।
শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীতে এলডিপি আয়োজিত গণমিছিলপূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
কর্নেল অলি বলেন, সরকারের সামনে একটিই পথ স্ব-সম্মানে পদত্যাগ করা। সংসদ বিলুপ্ত করা এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সকলের কাছে গ্রহণযোগ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা।
তিনি বলেন, সরকার অহংকার করে ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করলে দেশ অরাজকতার দিকে যাবে। তখন যা হওয়ার তাই হবে, সময় থাকতে সতর্ক হন। প্রশাসন এখন আপনাদেরকে রক্ষা করতে পারবে না। চাচা আপন প্রাণ বাঁচা।
এলডিপি’র প্রেসিডেন্ট বলেন, বর্তমানে দেশের অর্থনীতির অবস্থা খুব খারাপ। মোট বৈদেশিক ঋণ আনুমানিক ১১৪ বিলিয়ন ডলার। রিজার্ভও কমছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রায় ১২ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে। প্রতিমাসে প্রয়োজন প্রায় ৭ বিলিয়ন ডলার।
কর্নেল অলি বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বাড়ছে। টাকার মানও প্রতি সপ্তাহে কমছে। মানুষের ক্রয় ক্ষমতা খুবই সীমিত। এই সরকারের ওপর মানুষের কোনো আস্থা নাই।
গণমিছিলে অংশ নেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম তালুকদার, ডক্টর নেয়ামূল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, এডভোকেট এসএম মোরশেদ, অধ্যক্ষ সাকলায়েনসহ অনেকেই।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৮ আগস্ট ২০২৩