উত্তর আমেরিকা
মাঝ আকাশেই উড়োজাহাজের ইঞ্জিনে আগুন
ওয়াশিংটন, ১৮ আগস্ট – মাঝ আকাশেই যুক্তরাষ্ট্রের হিউস্টনে একটি উড়োজাহাজের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফলে উড়োজাহাজটিকে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই জরুরি অবতরণ করানো হয়।
শেষ পর্যন্ত বিমানটিকে পাইলট নিরাপদে অবতরণ করাতে পেরেছেন বলে বুধবার জানিয়েছে সাউথওয়েস্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
হিউস্টন থেকে উড়োজাহাজটি ওই ফ্লাইটটি মেস্কিকোর রিসোর্ট শহর কানকানের উদ্দেশে যাত্রা করেছিল। তবে উড্ডয়নের কিছু সময় পর কারিগরি ত্রুটি দেখা দেয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করেছে এবং ঘটনা ক্ষতিয়ে দেখতে বিমানটির ফ্লাইট বাতিল করা হয়েছে। ওই বিমানের বদলে আরেকটি বিমানে কানকানে ফ্লাইটের যাত্রীদের পাঠানো হয়েছে।
উড়োজাহাজটি কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন ধরলেও উড়োজাহাজটির বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১৮ আগস্ট ২০২৩