করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১২
ঢাকা, ১৮ আগস্ট – সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। এ সময় আরও ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে ৬০০টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দুই দশমিক শূন্য শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৫ হাজার ১৩২ জন। এরমধ্যে মারা গেছেন ৯ হাজার ৪৭৬ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১২ হাজার ৪১৮ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৮ আগস্ট ২০২৩