ব্যবসা

হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করায় আজাদ প্রোডাক্টসের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ঢাকা, ১৮ আগস্ট – বকেয়া হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করায় আজাদ প্রোডাক্টসের মালিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আলাউল আকবর এ পরোয়ানা জারি করেন।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছেরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০১০-১১ অর্থবছরের দ্বিতীয় কিস্তি হতে ২০১৯-২০ অর্থবছরের চতুর্থ কিস্তি পর্যন্ত ৪৩ লাখ ৯৩ হাজার ৫২ টাকা ৫১ পয়সা পৌরকর পরিশোধ করেনি আজাদ প্রোডাক্টস। এ ছাড়া বারবার তাগাদা দেওয়া ও তলব করা সত্ত্বেও বকেয়া পৌর কর পরিশোধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি প্রতিষ্ঠানটি এবং আদালতে গরহাজিরা থাকায় আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

আদেশে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দ্রুত আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। এছাড়া আদেশে আদালত আগামী ৩০ অগাস্ট তারিখে আসামির উপস্থিতি নিশ্চিত করা এবং চার্জ ও ডিসচার্জের জন্য শুনানি অনুষ্ঠানের দিন ধার্য করেছে। ফৌজদারি কার্যবিধির ৭৫ ধারা অনুসারে আদালত এ আদেশ দেন।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৮ আগস্ট ২০২৩

Back to top button