জাতীয়

প্রধানমন্ত্রীর হাতে সিনেমার পোস্টার তুলে দিলেন শিল্পীরা

ঢাকা, ১৭ আগস্ট – মুক্তিযুদ্ধের গল্পে সরকারি অনুদানপ্রাপ্ত ‘১৯৭১ সেই সব দিন’ নামের সিনেমাটি শুক্রবার ১৮ আগস্ট দেশজুড়ে মুক্তি পাচ্ছে। বৃহস্পতিবার গণভবনে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সিনেমাটির নির্মাতা হৃদি হক, চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী তারিন, লাকী ইনামসহ আট সদস্যের প্রতিনিধিদল।

এ সময় তারা প্রধানমন্ত্রীর হাতে সিনেমাটির পোস্টার তুলে দিয়েছেন। নন্দিত অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক পরিচালিত প্রথম সিনেমা এটি। সিনেমাটি সম্পর্কে তার মূল্যায়ন-‘১৯৭১ সেই সব দিন’ তীব্র ভালোবাসা আর আশা-আকাঙ্ক্ষার গল্প।

সিনেমাটির গল্প দর্শককে কাঁদাবে-হাসাবে, সেই সঙ্গে একাত্তরকে অনুভব করাবে। ‘১৯৭১ : সেই সব দিন’-এর মূল গল্প ভাবনা ড. ইনামুল হকের। সাংস্কৃতিক আন্দোলন ও ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই এই সিনেমার গল্প।

সিনেমায় অভিনয় করছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ। সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন হৃদি হক। লিটু আনাম অভিনয়ের পাশাপাশি সিনেমার শিল্প নির্দেশক ও কোরিওগ্রাফার হিসেবেও কাজ করেছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৭ আগস্ট ২০২৩

Back to top button