জাতীয়

ইরানের শাহ চেরাগ মাজারে সন্ত্রাসী হামলায় বাংলাদেশের নিন্দা

ঢাকা, ১৬ আগস্ট – ইরানের শিরাজ শহরের পবিত্র শাহ চেরাগ মাজারে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নিরপরাধ তীর্থযাত্রীসহ ধর্মীয় স্থানের ওপর হামলাকে বুদ্ধিহীন ও কাপুরুষতাপূর্ণ কাজ বলে মনে করে বাংলাদেশ। এ ধরনের জঘন্য হামলার বিরুদ্ধে ইরানের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশ।

বিবৃ‌তি‌তে আরও বলা হয়, বাংলাদেশ দৃঢ়ভাবে সব ধরনের সন্ত্রাসবাদ প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে দাঁড়া‌তে চায়। বাংলাদেশ সরকার শোকাহত পরিবারসহ ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানা‌চ্ছে।

গত ১৪ আগস্ট শাহ চেরাগ মাজারে সন্ত্রাসী হামলায় দুইজন মারা যান এবং আহত হন অনেকেই। গত এক বছরের মধ্যে ইরানে এটি দ্বিতীয় হামলা।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৬ আগস্ট ২০২৩

 

Back to top button