জাতীয়

ওমরাহ পালনে সৌদি গেলেন ডিবিপ্রধান

ঢাকা, ১৬ আগস্ট – ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

বুধবার (১৬ আগস্ট) সকালে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

এ বিষয়ে এক ফেসবুক পোস্টে ডিবিপ্রধান হারুন লিখেছেন, প্রিয় নগরবাসী, আসসালামু আলাইকুম। আজ ১৬ আগস্ট সকালে পবিত্র ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করেছি। আমি যেন সহিসালামতে ওমরাহ পালন করে আপনাদের মাঝে ফিরে আসতে পারি সেই দোয়া চাই। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।

এর আগে, গত বছরের ১৩ জুলাই ডিএমপি কমিশনারের সই করা এক অফিস আদেশে মোহাম্মদ হারুন অর রশীদকে ডিবিপ্রধানের দায়িত্ব দেওয়া হয়। তার আগে তিনি পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পান।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৬ আগস্ট ২০২৩

Back to top button