অপরাধ

কাস্টমস অফিসার পরিচয়ে কোটি টাকা আত্মসাৎ, হোতাসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ, ১৬ আগস্ট – কাস্টমস অফিসার পরিচয় দিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্র প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতারক চক্রের দুই সহযোগীসহ মূলহোতা নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

র‍্যাবের একটি আভিযানিক দল মঙ্গলবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বুধবার দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত আলাদা সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৬ আগস্ট ২০২৩

Back to top button