জাতীয়

অবসরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস

ঢাকা, ২৪ ডিসেম্বর- চাকরির মেয়াদ শেষে বছরের শেষ দিন অবসরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। এই কর্মকর্তাকে ৩১ ডিসেম্বর থেকে অবসর দিয়ে বুধবার (২৩ ডিসেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সেইসঙ্গে তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্র্যান্টসহ আগামী বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়েছে। তিনি বিধি অনুযায়ী পিআরএলে থাকাকালীন এ সুবিধা পাবেন।

মেয়াদপূর্তিতে মুখ্য সচিব কায়কাউসের অবসরের আদেশ হলেও বুধবার বিকেল পর্যন্ত ওই পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা কায়কাউস ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি কায়কাউসকে সিনিয়র সচিব করা হয়। ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আহমেদ কায়কাউস সরকারের বিভিন্ন দফতরে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন : ঢাকার সীমান্তে হবে চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল

বিসিএস প্রশাসন ক্যাডারের ৮৪, ৮৫ এবং ৮৬ ব্যাচের মধ্য থেকে সরকারের বিশ্বস্ত কাউকে মুখ্যসচিব নিয়োগ দেওয়া হতে পারে বলে প্রশাসনের বিভিন্ন স্তরে আলোচনা চলছে।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ২৪ ডিসেম্বর

Back to top button