জাতীয়
রাজধানীর যে সড়ক বন্ধ থাকবে আজ
ঢাকা, ১৪ আগস্ট – জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে যানবাহন চলাচলে সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-গুলশান বিভাগ।
রোববার (১৩ আগস্ট) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. ফারুক হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে বনানী কবরস্থানসংলগ্ন ২৭ নম্বর রোড ভিভিআইপি গমনাগমন শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
নগরবাসীকে ওই দিন ওই এলাকা বা সড়ক পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে ট্রাফিক-গুলশান বিভাগ।
সূত্র: যুগান্তর
আইএ/ ১৪ আগস্ট ২০২৩