মধ্যপ্রাচ্য

ইরানে মাজারে বন্দুক হামলায় নিহত ৪

 

তেহরান, ১৪ আগস্ট – ইরানের শিরাজ শহরের একটি মাজারে “সন্ত্রাসী” হামলায় চারজন নিহত এবং সাতজন আহত হয়েছে। ইরানে রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রোববারের এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে ।

অন্যদিকে আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে সর্বশেষ হামলার দায় স্বীকার করেনি। হামলায় অন্তত সাতজন আহত হয়েছে এবং এলাকার দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে। রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, মাজার এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘেরাও করে রেখেছে।

ইসলামিক স্টেট গত অক্টোবরে এ মাজারে হামলা চালিয়েছিল, যাতে ১৫ জন নিহত হয়। ইসলামিক স্টেট (আইএস) এর আগেও ইরানে হামলার দায় স্বীকার করেছে, যার মধ্যে ২০১৭ সালে মারাত্মক জোড়া বোমা হামলা রয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৪ আগস্ট ২০২৩

Back to top button