প্রতি ডিমের দাম কত হওয়া উচিত জানালেন প্রাণিসম্পদমন্ত্রী
ঢাকা, ১৩ আগস্ট – বেশ কিছুদিন ধরে দেশের বাজারে ডিমের দাম ঊর্ধ্বমুখী। একটি ডিম ১৫ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের এই বাড়তি দাম নতুন চাপ তৈরি করেছে মধ্য ও নিম্ন আয়ের মানুষের জীবনে। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। বৈঠক শেষে তিনি জানিয়েছেন, একটি ডিমের উৎপাদন মূল্য সাড়ে ১০ টাকার মতো হয়। ফলে ডিমের দাম কোনোভাবেই ১২ টাকার বেশি নির্ধারণ করা উচিত নয়।
রোববার (১৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এর আগে সকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, ডিমের বাজার নিয়ন্ত্রণে না এলে নিত্যপণ্যটি আমদানি করা হবে। তবে প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এই মুহূর্তে দেশে ডিম আমদানির প্রয়োজন দেখছেন না বলে জানান।
তিনি বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের সার্ভে অনুযায়ী, একটি ডিম উৎপাদনে সাড়ে ১০ টাকার ওপর খরচ পড়ে। তারপর অন্যান্য ছোটোখাটো বিষয় নিয়ে কিছু লাভের বিষয় থাকে। আমার কাছে মনে হয়েছে, একটি ডিমের দাম ১২ টাকার বেশি হওয়া উচিত না। এই ১২ টাকা নির্ধারিত হলে যারা উৎপাদনকারী তাদের লাভ হবে।
প্রাণিসম্পদমন্ত্রী বলেন, আমরা আশা করি, দাম ১২ টাকার মধ্যে রেখে তারা ডিম বিপণনের ব্যবস্থা করবেন।
মন্ত্রণালয় দাম নির্ধারণ করে দেবে কি না- এ বিষয়ে রেজাউল করিম বলেন, এটা দাম নির্ধারণ করার বিষয় না। এর আগে ২০১০ সালে ছোট বাচ্চা মুরগি ও অন্যান্য বিষয়ের দাম নির্ধারণের বিষয় উঠেছিল। সেক্ষেত্রে আদালত প্রশ্ন তুলেছিলেন, মন্ত্রণালয় এভাবে দাম নির্ধারণ করে দিতে পারে না।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৩ আগস্ট ২০২৩