দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়
ঢাকা, ১৩ আগস্ট – দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে বাংলাদেশ সফররত দুই মার্কিন কংগ্রেসম্যানকে জানিয়েছে বিএনপি। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) নেতাদের সঙ্গে মার্কিন কংগ্রেসের দুই সদস্যের চা চক্রে এ কথা জানায় বিএনপি।
রোববার বিকেলে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে এ চা চক্র শেষে দলটির প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানী গণমাধ্যমকে এ তথ্য জানান।
এ্যানী বলেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে তারা জানতে চাইলে আমরা বলেছি, একদলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তাই নির্বাচন নিরপেক্ষ করতে কেয়ারটেকার সরকারের অধীনেই হতে হবে। গত নির্বাচনেগুলো একদলীয়ভাবে হয়েছে, সুষ্ঠু হয়নি।
মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে দুই কংগ্রেসম্যান অ্যাডওয়ার্ড কেইস ও রিচার্ড ম্যাকরমিকসহ বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি, নাহিম রাজ্জাক, মেজর রানা এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি মিসেস শেরিফা কাদের।
এর আগে, সকালে দুই কংগ্রেসম্যান ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরে দুপুর ১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে মধ্যাহ্নভোজ এবং বৈঠক করেন তারা। বিকেল সাড়ে ৪টার দিকে তারা পিটার হাসের বাসায় প্রবেশ করেন।
আগামীকাল সোমবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন এই দুই কংগ্রেসম্যান।
শনিবার সকাল সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান অ্যাডওয়ার্ড কেইস তার স্ত্রীসহ ঢাকায় আসেন। একই দিন দুপুরে রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিচার্ড ম্যাকরমিক এসে পৌঁছান ঢাকায়। বাংলাদেশ সফর শেষে তাদের ১৫ আগস্ট সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৩ আগস্ট ২০২৩