গুরুতর অসুস্থ চিত্রনায়ক ওমর সানী
ঢাকা, ১৩ আগস্ট – কয়েকদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছে না নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এই তারকা। বর্তমানে নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
শনিবার (১২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুকে খবরটি নিজেই জানিয়েছেন ওমর সানী।
পোস্টের ক্যাপশনে চিত্রনায়ক লিখেছেন, অনেকেই আমার খোঁজ নিয়েছেন কিন্তু কারও সঙ্গেই কথা বলতে পারিনি। কারণ অসুস্থতায় জেঁকে বসেছে। সবাই দোয়া করবেন আল্লাহ সুবহানাতায়ালা যেন মাফ করেন। বাসায় আছি কারণ পরিবার হচ্ছে সবচেয়ে বড় ডাক্তার।
নব্বই দশকে নিজের অভিনয়গুণে খুব অল্প সময়েই সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নেন ওমর সানী। তবে বর্তমানে খুব একটা পর্দায় দেখা যায় না এই তারকাকে।
ওমর সানীর ক্যারিয়ারে উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো- ‘লাট সাহেবের মেয়ে’, ‘দোলা’, ‘কে অপরাধী’, ‘গরীবের রানী’, ‘হারানো প্রেম’সহ প্রভৃতি।
আইএ/ ১৩ আগস্ট ২০২৩