পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন ইমরান খান
ইসলামবাদ, ১৩ আগস্ট – ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) পিটিআই প্রধান ইমরান খানকে তার বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়ার জন্য অ্যাটক জেল প্রশাসনকে নির্দেশ দিয়েছে। খানকে উন্নত চিকিৎসা সুবিধা দেওয়ার নির্দেশও দেয় আইএইচসি।
শনিবার এ নির্দেশনাটি দেওয়া হয় বলে ডন জানিয়েছে।
আদালত আরও জানায়, সাবেক প্রধানমন্ত্রীকে নামাজের জন্য জায়নামাজ ও পবিত্র কোরআনের ইংরেজি সংস্করণও দেওয়া হতে পারে। সেই সঙ্গে তার স্বাস্থ্য ও সুস্থতার জন্য উপযুক্ত চিকিৎসা সুবিধা প্রদান করা হবে।
পাকিস্তান প্রিজন রুলসের (পিপিআর) ৯২ ধারা অনুসারে, ‘প্রত্যেক দোষী সাব্যস্ত বন্দীকে তার আপিল প্রস্তুত করার উদ্দেশ্যে আত্মীয়, বন্ধু ও আইনী উপদেষ্টাদের সাক্ষাৎকার নেওয়ার যুক্তিসঙ্গত সুযোগ দেওয়া হবে।’
আদেশে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীকে পিপিআর-এর অধীনে তার এনটাইটেলমেন্ট অনুযায়ী সুবিধা প্রদান করা হবে।
সূত্র: যুগান্তর
আইএ/ ১৩ আগস্ট ২০২৩