শাহজালালে পাখির ধাক্কায় ২ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত
ঢাকা, ১২ আগস্ট – রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় দুটি এয়ারলাইন্সের উড়োজাহাজের সঙ্গে পাখির সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার শাহজালাল বিমানবন্দরে এই দুইটি উড়োজাহাজে পৃথক দূর্ঘটনা ঘটে। প্রথম ঘটনাটি ঘটে ঢাকা-ব্যাংকক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের-বিজি ৩৮৮ ফ্লাইটের সঙ্গে। দ্বিতীয়টি ঘটে ফ্লাই দুবাইয়ের একটি এয়ারলাইনসের সঙ্গে।
সংঘর্ষের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (সিইও) মো. শফিউল আজিম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে উড্ডয়নের সময় রানওয়েতে উচ্চ গতিতে থাকা উড়োজাহাজের চাকার সঙ্গে পাখির ধাক্কা লাগে। এ সময় পাইলট হার্ড ব্রেক করেন। এতে করে উড়োজাহাজের একটি চাকা ফেটে যায়। এই যাত্রীদের পরে বিমানের অন্য একটি উড়োজাহাজে করে বিকেল সাড়ে ৩টার দিকে নেপাল থেকে আসা অন্য একটি উড়োজাহাজে করে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি এখন বিমানের হাঙ্গারে প্রকৌশলী দলের তত্ত্বাবধানে রয়েছে।
তিনি আরও জানান, এতে যাত্রীরা সবাই নিরাপদে ছিলেন। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
অপরদিকে, ফ্লাই দুবাইয়ের উড়োজাহাজের সঙ্গে পাখির সংঘর্ষে বাম পাশের ইঞ্জিনের তিনটি ব্লেড ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বিমানের দুটি চাকা গলে গেছে।
উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে শাহজালালে অবতরণের সময় ইঞ্জিনে পাখির আঘাতে বিমানের একটি ড্রিমলাইনার ক্ষতিগ্রস্ত হয়।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১২ আগস্ট ২০২৩