জাতীয়

কূটনীতিকদের সাথে বসছে পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ১২ আগস্ট – ‘ই-কোয়ালিটি সেন্টার ফর ইনক্লুসিভ ইনোভেশন’সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে ঢাকায় নিয়োজিত কূটনীতিকদের সঙ্গে আজ শনিবার বৈঠকে বসছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের গৃহীত ‘ই-কোয়ালিটি সেন্টার ফর ইনক্লুসিভ ইনোভেশন’ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে। ডিজিটাল বিভাজন দূর এবং সবার জন্য ডিজিটাল সুযোগের সমতা নিশ্চিত করার জন্য কেন্দ্রটি করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাতরাশ বৈঠকে ওই কেন্দ্রের উদ্দেশ্য, কৌশল এবং সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক হবে।

বিদেশি মিশনগুলোকে দেওয়া আমন্ত্রণপত্রে বলা হয়েছে, এই উদ্যোগটি আরও ন্যায়সংগত ডিজিটাল ল্যান্ডস্কেপ তৈরির প্রতিশ্রুতি দেয়। বাংলাদেশ তার লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন এবং অংশীদারিত্ব কামনা করে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১২ আগস্ট ২০২৩

Back to top button