সংগীত

অনেক হয়েছে আর পাগলামি করতে চাই না

ঢাকা, ১১ আগস্ট – দুই বাংলার জনপ্রিয় গায়ক ‘সারেগামাপা’ খ্যাত মাইনুল আহসান নোবেলের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাক হয়েছে। এরপর ওই পেজ থেকে একটি অশ্লীল ভিডিও শেয়ার করা হয়েছে।

এতে করে আবারো নতুন করে বিতর্কের মুখে পড়েছেন এই গায়ক। শুধু অশ্লীল ভিডিও নয়, বিভিন্ন জুয়ার ওয়েবসাইটের লিংকও শেয়ার করা হচ্ছে পেজটি থেকে।

গত বৃহস্পতিবার (৯ আগস্ট) নোবেলের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি অশ্লীল ভিডিও শেয়ার করা হয়। এরপরই ওই পোস্টের কমেন্ট বক্সে নিন্দার ঝড় তোলেন নেটিজেনরা। তবে নোবেলের দাবি, তার ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাক হয়েছে।

ফেসবুকে শেয়ার করা ওই ভিডিও নিয়ে নোবেলের সাথে মুঠোফোনে কথা হয় ঢাকা পোস্টের। এই গায়ক বলেন, ‘আমার ১৭ লাখ ফলোয়ারের ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাক হয়েছে গত দুই মাস আগে। পেজটি হ্যাক হওয়ার পর থেকে তা এখনও রিকোভার করা সম্ভব হয়নি। এরই মধ্যে হ্যাকার ওই পেইজটি থেকে বিভিন্ন রকম অশ্লীল পোস্ট, লিংক শেয়ার করে যাচ্ছে। আমার কাছের মানুষদের কাছেও বিভিন্ন অশ্লীল লিংক পাঠানো হচ্ছে।’

ভক্তদের প্রতি দুঃখপ্রকাশ করে নোবেল বলেন,‘অনাকাঙ্খিত এই ঘটনার জন্য আমি সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। ফেসবুক থেকে খুবই দ্রুত পেজটি রিকোভার করার চেষ্টা চলছে। এছাড়া সাইবার ক্রাইম বিভাগও পেজটি উদ্ধারের চেষ্টা করছে। আশা করি, হ্যাকারদের কাছ থেকে দ্রুতই পেজটি পুনরুদ্ধার করতে পারবো।’

এই গায়ক আরও বলেন, ‘পেছনের সব কথা ভুলে আমি আগের নোবেলে ফিরে যেতে চাই। এ কারণে সবার সহযোগিতা কামনা করছি। অনেক হয়েছে আর পাগলামি করতে চাই না। আল্লাহ ও তার নবী রাসুলের উপর বিশ্বাস রেখে বাবা-মাকে নিয়ে আগামী দিনগুলো ভালো থাকতে চাই।’

 

শীঘ্রই নোবেলের কন্ঠে মুক্তি পেতে চলেছে ‘কলিজা’ শিরোনামে একটি নতুন গান। গানটি লিখেছেন এইচ এম নিপু ও সুর করেছেন মিশকাত। গানটি চ্যানেল এইচ এম এর ব্যানারে প্রকাশিত হবে।

এ প্রসঙ্গে নোবেল বলেন, ‘গানটি শ্রোতাদের মনে যায়গা করে নেবে বলে আমি আশাবাদী। অনেকদিন পর এমন একটি মৌলিক গান নিয়ে হাজির হচ্ছি। গানটির মিউজিক ভিডিওর কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে গানটি ইউটিউব প্রকাশ পাবে।’

চলতি মাসের আগস্টের প্রথম দিক থেকে নিজ জন্মস্থান গোপালগঞ্জের শহরতলীর ঘোষেরচরে অবস্থান করছেন এ গায়ক। সেখানে বাবা-মা, ভাই-বোনসহ পরিবারের সঙ্গে বেশ আনন্দমূখর সময় কাটাচ্ছেন তিনি।

আইএ/ ১১ আগস্ট ২০২৩

Back to top button