এবার চীনের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
ওয়াশিংটন, ১১ আগস্ট – এবার চীনের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করল মার্কিন যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞায় চীনের প্রযুক্তি খাতকে টার্গেট করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইতোমধ্যে এ সংক্রান্ত নতুন নির্বাহী আদেশে সই করেছেন। আদেশ অনুসারে, চীনের বেশ কিছু প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে পারবেন না মার্কিন ব্যবসায়ীরা।
নতুন নিষেধাজ্ঞার ফলে কোনও বেসরকারি মার্কিন প্রতিষ্ঠান যখন বিদেশে বিনিয়োগ করবে, তাতে হস্তক্ষেপ করতে পারবে সরকার।
প্রযুক্তি খাতের এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে কোয়ান্টাম কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর। নতুন নিষেধাজ্ঞা কার্যকর করতে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগকে নির্দেশ দিয়েছেন জো বাইডেন।
নতুন এই নিষেধাজ্ঞা আগামী বছর থেকে কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে আমেরিকার এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে চীন। ওয়াশিংটনে চীনের দূতাবাসের মুখপাত্র লিউ পেনজিউ বলেন, বেইজিং এই পদক্ষেপে হতাশ। তিনি আরও বলেন, চীনের ওপর নিয়মিত চাপ বাড়াচ্ছে আমেরিকা।
সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১১ আগস্ট ২০২৩