ইউরোপ
পুতিনের বাসভবনের কাছে পণ্যাগারে আগুন
মস্কো, ১১ আগস্ট – রাশিয়ার রাজধানী মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের বাসভবনের কাছে একটি পণ্যাগারে আগুন লেগেছে। দেশটির জরুরি পরিষেবা এই তথ্য জানিয়েছে।
খবর অনুসারে, বৃহস্পতিবার মস্কোর ওদিনত্সভোতে একটি পণ্যাগারে আগুন লাগে। এটি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন এবং ভানুকভো বিমানবন্দরের
মধ্যবর্তী জায়গায় অবস্থিত।
নভো- অগারিয়োভোতে অবস্থিত পুতিনের প্রেসিডেনশিয়াল আবাসিক ভবনের ৪ মাইলের মধ্যে এই আগুন কিভাবে লাগলো খবরে সেটা বলা হয়নি।
রাশিয়ার জরুরি পরিষেবার বরাতে তাসের খবরে বলা হয়েছে, মস্কোর সময় মধ্যরাতে আগুনের আকার ছিল ২ হাজার বর্গ মিটার।
চলতি সপ্তাহে মস্কোর কাছে ইউক্রেন ড্রোন হামলা চালায়। পশ্চিম এবং দক্ষিণ দিক থেকে আসা কয়েকটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করে মস্কো।
সূত্র: বিডিপ্রতিদিন
আইএ/ ১১ আগস্ট ২০২৩