মধ্যপ্রাচ্য

মার্কিন চার নাগরিককে গৃহবন্দি করল ইরান

তেহরান, ১১ আগস্ট – ইরানের রাজধানী তেহেরানের ইভিন কারাগার থেকে চার মার্কিন নাগরিককে ছেড়ে দেয়ার পর এবার তাদের গৃহবন্দি করে রেখেছে দেশটির কর্তৃপক্ষ। এই চারজনের মধ্যে একজন আইনজীবীও রয়েছেন।

বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গৃহবন্দি ওই চারজন হলেন- ইরানিয়ান-আমেরিকান ব্যবসায়ী সিয়ামাক নামাজি (৫১), এমাদ সারজি (৫৮), পরিবেশবিদ মোরাদ তাহবাজ (৬৭) একাধারে তিনি ব্রিটিশ নাগরিকও। তবে চতুর্থ মার্কিন নাগরিকের নাম প্রকাশ করা হয়নি।

গুপ্তচরবৃত্তির অভিযোগ ২০১৬ সালে নামাজিকে গ্রেপ্তার করে ইরান। যদিও বিষয়টি অস্বীকার করে যুক্তরাষ্ট্র। পরে তাকে দীর্ঘ সাত বছর ধরে জেলে আটকে রাখা হয়। এই একই অভিযোগে তার বাবাকে গ্রেপ্তার করে ইরান কর্তৃপক্ষ। পরে গত অক্টোবরে তার বাবাকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যেতে দেয় ইরান।

তাহবাজকে ২০১৮ সালে গ্রেপ্তার করে ইরান কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে ইরানের জাতীয় নিরাপত্তা ভাঙনের চেষ্টার অভিযোগ আনা হয়। এই দুই অভিযোগে তাকে ১০ বছরের কারাদণ্ড দেয় ইরান। এছাড়া এমাদ সারজিকে ২০২০ সালে গ্রেপ্তার করা হয়। তাকেও ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১১ আগস্ট ২০২৩

Back to top button