আচরণবিধি লংঘনের দায়ে রুমানাকে সতর্ক করল বিসিবি
ঢাকা, ১০ আগস্ট – জাতীয় দলে সুযোগ না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝেড়েছিলেন রুমানা আহমেদ। দুই সিরিজ ধরে দলে সুযোগ না পাওয়া রুমানা গত শনিবার ফেসবুকে লিখেছিলেন―‘নো মোর ক্রিকেট’। ওই ঘটনায় বিসিবির চুক্তিতে থাকা জাতীয় নারী দলের এই অলরাউন্ডারকে আজ বৃহস্পতিবার ডেকে এনে আচরণবিধির বিষয়ে সতর্ক করা হয়েছে।
বিসিবির উইমেন উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেলের বরাত দিয়ে সংবাদ সংস্থা ‘বাসস’ জানিয়েছে, রুমানা নিজের ভুল বুঝতে পেরেছেন এবং বোর্ডকে জানিয়েছেন, এই মুহূর্তে ক্রিকেট থেকে অবসর নেওয়ার কোনো ইচ্ছা তার নেই।
নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন এ সময় উপস্থিত ছিলেন। সর্বশেষ দুটি সিরিজে জাতীয় দলে ডাক পাননি রুমানা। এতে তার মাঝে হতাশার সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হতাশা থেকেই তিনি ফেসবুকে অমন পোস্ট দিয়েছিলেন।
রুমানার সঙ্গে বৈঠক শেষে শফিউল আলম চৌধুরী নাদেল জানান, ‘তিনি (রুমানা) খেলবেন এবং খেলতে চান। বিষয়টি অভ্যন্তরীণ। আমাদেরও কিছু পরিকল্পনা আছে। একটি শক্তিশালী দল গঠনের লক্ষ্যে আমরা খেলোয়াড়দের পুল সম্প্রসারণের চেষ্টা করছি।
তাই খেলোয়াড়দের ইচ্ছা অনুযায়ী সব কিছু হবে না। এখন আমাদের হাতে প্রতিটি পজিশনে একাধিক ক্রিকেটার আছে। কেউ বিরক্ত হতে পারে। তবে দলের জন্য যেটি ভালো হবে সেটিই আমরা করব।’
ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে এ পর্যন্ত বাংলাদেশের হয়ে ১৩৪টি ম্যাচ খেলেছেন রুমানা।
দুই ফরম্যাট মিলিয়ে করেছেন ১৮১৭ রান, উইকেট নিয়েছেন ১২৫টি। তাকে সতর্ক করার বিষয়ে নাদেল বলেন, ‘এটি আচরণবিধির বিষয়। আমরা সব সময় এটি তাদের স্মরণ করিয়ে দিই। যতটুকু সম্ভব শালীনভাবে তাদের বিষয়গুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। তাদের মনে করিয়ে দেওয়া হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সব কিছু এভাবে দেওয়া যায় না। তাদের মনে রাখতে হবে, তারা চুক্তিভুক্ত খেলোয়াড়।’
সূত্র: কালের কন্ঠ
আইএ/ ১০ আগস্ট ২০২৩