প্রতিপক্ষের গুলিতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
কুষ্টিয়া, ০৯ আগস্ট – কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় প্রতিপক্ষের গুলিতে পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় কুমার প্রামাণিক নিহত হয়েছেন। ইতোমধ্যে এ ঘটনায় প্রধান আসামি মুস্তাফিজুর রহমান শোভনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ আগস্ট) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় আহত অবস্থায় আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, বুধবার (২ আগস্ট) রাত ১১টায় উপজেলা শহরের গোডাউন মোড় এলাকায় পূর্ব বিরোধের জেরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) যুবজোটের জেলা ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান শোভন ও তার লোকজন পূর্ব পরিকল্পিতভাবে সঞ্জয় কুমার প্রামাণিককে কুপিয়ে গুলি করে। এ সময় সঞ্জয়, বেলাল ও শ্যামল গুরুতর আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ভেড়ামারা উপজেলা শহরের গোডাউন মোড় এলাকায় মুস্তাফিজুর রহমান শোভন ও তার লোকজন মন্দির পরিচালনাসংক্রান্ত বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় কুমার প্রামাণিক ও তার সঙ্গে থাকা বেলাল হোসেন ও শ্যামলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় সঞ্জয়ের পায়ে গুলি লাগে। পরে তাদেরকে কুপিয়েও জখম করা হয়। এতে বেলাল ও শ্যামলও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সঞ্জয়ের মৃত্যু হয়েছে।
ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, এ ঘটনার হামলার পরদিন স্বেচ্ছাসেবক লীগ নেতা সঞ্জয়ের স্ত্রী বিথী রাণী দে বাদী হয়ে থানায় মুস্তাফিজুর রহমান শোভনসহ ১৪ নামে মামলা দায়ের করেন। ইতোমধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৯ আগস্ট ২০২৩