জাতীয়
প্রধানমন্ত্রীর জন্য আম পাঠালেন শেহবাজ শরীফ
ঢাকা, ০৮ আগস্ট – রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আম উপহার পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
সোমবার (৭ আগস্ট) ঢাকার পাকিস্তান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে পাকিস্তান হাইকমিশন জানায়, প্রতি বছর পাকিস্তান ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রগুলোর নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্য শুভেচ্ছা বার্তা হিসেবে বিশ্বখ্যাত পাকিস্তানি আম উপহার দেয়।
সেই ঐতিহ্য বজায় রেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের জন্য মৌসুমি তাজা আম উপহার পাঠিয়েছেন।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৮ আগস্ট ২০২৩