জাতীয়

মঈন খানের বাসায় নৈশভোজে বিদেশি কূটনীতিকেরা

ঢাকা, ০৮ আগস্ট – ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

সোমবার (৭ আগস্ট) গুলশানের নিজ বাসায় এ নৈশভোজের আয়োজন করেন তিনি। মঈন খান ও তার স্ত্রী অ্যাডভোকেট রুখসানা খন্দকার আগত অতিথিদের অভ্যর্থনা জানান এবং কুশল বিনিময় করেন।

একটি সূত্র জানিয়েছে, নৈশভোজে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো সিগফ্লাইড রেংগলি, নরওয়ের ডেপুটি রাষ্ট্রদূত সিলজে ফিনেস ওয়ানয়েবোসহ পাঁচজন কূটনীতিক এ নৈশভোজে অংশ নেন। এছাড়া দেশের কয়েকজন সাংবাদিক, বিশ্ববিদ্যালয় শিক্ষক অংশ নেন।

এ বিষয়ে জানতে মঈন খানের মোবাইল ফোনে কল করলে তাকে পাওয়া যায়নি।

সূত্র: জাগো নিউঝ
আইএ/ ০৮ আগস্ট ২০২৩

Back to top button