জাতীয়
রওশন এরশাদ কাল দেশে ফিরছেন
ঢাকা, ০৭ আগস্ট – চিকিৎসা শেষে দেশে ফিরবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামীকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় থাই এয়ারওয়েজের টিজি-৩২১ বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
এর আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ১০ জুলাই বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৭ আগস্ট ২০২৩