ঢালিউড

তানজিন তিশা অসুস্থ, ভর্তি আছেন হাসপাতালে

ঢাকা, ০৭ আগস্ট – দর্শকনন্দিত অভিনেত্রী তানজিন তিশাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।

স্ট্যাটাসে তিনি লেখেন, গত কয়েক দিন ধরে আমি অসুস্থ। কিন্তু গতকাল আমার শারীরিক অবস্থা বেশি খারাপ ছিল। যার কারণে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতার কারণে অনেকের কল রিসিভ করতে পারিনি।

বর্তমান শারীরিক অবস্থার কথা উল্লেখ্য করে তানজিন তিশা বলেন, আলহামদুলিল্লাহ! এখন অনেকটা ভালো বোধ করছি। আমি যাতে দ্রুত সুস্থ হয়ে উঠি, এজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।

তবে তিশার কী হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি তিনি। এদিকে তিশার ভক্তরা পছন্দের অভিনেত্রীর অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ফেসবুক পোস্টে কমেন্ট করে দ্রুত সুস্থতার জন্য শুভ কামনা জানাচ্ছেন তারা।

আইএ/ ০৭ আগস্ট ২০২৩

Back to top button