ইউক্রেনে রুশ হামলায় ৩ জন নিহত
কিয়েভ, ০৭ আগস্ট – ইউক্রেন যুদ্ধের ইতি টানতে সৌদি আরবে শান্তি আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতসহ ৪০ দেশ। তবে সেই আলোচনার মাঝেই ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় রুশ আকাশ হামলায় ইউক্রেনে মোট তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি রক্ত স্থানান্তর (ব্লাড ট্রান্সফিউশন) কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়ার নির্দেশিত (গাইডেড) বোমা। রবিবার ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় দুই জন নিহত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাায় জ্বলন্ত একটি ভবনের ছবি প্রকাশ করেছেন। খারকিভের কুপিয়াস্ক এলাকায় এই হামলা চালানে হয়।
জেলেনস্কি বলেছেন, ‘এই এক যুদ্ধাপরাধই রাশিয়ার সার্বিক আগ্রাসনের কথাা জানান দেয়।’
যদিও রাশিয়া এখনো এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে আগে থেকেই মস্কো সাধারণ মানুষকে হামলার লক্ষ্যবস্তু বানানোর বিষয়টি অস্বীকার করে আসছে।
সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ০৭ আগস্ট ২০২৩