ইসরায়েলি বাহিনীর হামলায় ৩ ফিলিস্তিনি নিহত
জেরুসালেম, ০৭ আগস্ট – অবরুদ্ধ পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। তাদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ এনেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
স্থানীয় সময় রবিবার একটি গাড়ির তিন যাত্রীকে লক্ষ্য করে এলোপাতাড়ি শতাধিক গুলি ছোড়ে ইসরায়েলের সেনারা। আর তাতেই গাড়িতে থাকা তিন জন নিহত হয়েছেন।
আহতদের মধ্যে রয়েছে ২৬ বছর বয়সী নাফি আবু তুসিক। তাকেই জেনিন শরণার্থী শিবির থেকে চালানো হামলার নেতৃত্বদানকারী দাবি করছে ইসরায়েল।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, নাফি গাজার ‘সন্ত্রাসী’দের হয়ে ইসরায়েলি বাহনীর ওপর আক্রমণ করার নানা পরিকল্পনা বাস্তবায়ন করতেন।
এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলি সেনাদের ভূয়সী প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু। আর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এই হত্যাকাণ্ডের পাল্টা প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ০৭ আগস্ট ২০২৩