সিলেট

কোরআন পোড়ানোর অভিযোগে মধ্যরাতে উত্তাল সিলেট

সিলেট, ০৭ আগস্ট – মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর অভিযোগ এনে মধ্যরাতে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠেছে সিলেট নগরের আখালিয়া এলাকা।

রোববার সন্ধ্যা থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রত দেড়টা পর্যন্ত সেই উত্তেজনা, মিছিল ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে।

নগরের আখালিয়াস্থ একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক কোরআন পোড়ানোর অভিযোগ এনে এই উত্তেজনা সৃষ্টি হয়।

তবে ধর্মগ্রন্থ পোড়ানোর ঘটনার প্রত্যক্ষদর্শী, অভিযুক্ত শিক্ষক এবং পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্র : সিলেট টুডে

Back to top button