জাতীয়

এক পক্ষ দেশ বাঁচাতে, আরেক পক্ষ ধ্বংস করতে চেষ্টা করছে

ঢাকা, ০৬ আগস্ট – নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমাদের দরকার দলের ভেতর ঐক্য। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগকে হারাতে পারবে না। তবে বিএনপি জামায়াত আমাদের একটা উপকার করছে, তারা যত বেশি রাস্তায় নামবে আমাদের ঐক্য আরও বেশি সুদৃঢ় হবে।

রবিবার দুপুরে গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ করার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, একটা পক্ষ দেশকে বাঁচানোর চেষ্টা করছে জাতির পিতার কন্যার নেতৃত্বে, আরেকটা পক্ষ অতীতের মতো দেশটাকে ধ্বংস করার চেষ্টা করছে। দেশকে বাঁচানোর জন্য আমাদের করণীয় কি জনগণকে নিয়ে সে বিষয়ে জাতির পিতার কন্যা আমাদের দিক নির্দেশনা দিবেন। সে মোতাবেক আমরা কাজ করবো।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ০৬ আগস্ট ২০২৩

Back to top button