জাতীয়

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক’ পাচ্ছেন ৩ নারী ও জাতীয় নারী ফুটবল দল

ঢাকা, ০৬ আগস্ট – বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ও চারজন বিশিষ্ট নারীকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব-২০২৩’ পদকের জন্য চূড়ান্ত করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

এ বছর রাজনীতিতে একজন, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে দুজন এবং গবেষণায় একজনসহ মোট চার বিশিষ্ট নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক পাচ্ছেন। এছাড়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকেও এ পদক প্রদান করা হবে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বছর পদক পাচ্ছেন রাজনীতিতে অ্যাডভোকেট সাহারা খাতুন (মরণোত্তর), শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ায় অণিমা মুক্তি গমেজ ও মোছা. নাছিমা জামান ববি, গবেষণায় ড. সেঁজুতি সাহা এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

পদক প্রাপ্তদের প্রত্যেককে আঠারো ক্যারেট মানের চল্লিশ গ্রাম স্বর্ণদ্বারা নির্মিত পদক, পদকের রেপ্লিকা, চার লাখ টাকার চেক এবং সম্মাননাপত্র দেওয়া হবে।

আগামী ৮ আগস্ট সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে পদক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের জন্মদিবস ৮ আগস্টকে ‘ক’ শ্রেণির জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৬ আগস্ট ২০২৩

Back to top button